লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম থেকে ৩৫০ মেঃ টন চাল চুরির ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা ফেরদৌস আলম ও কর্মচারী,লেবারসহ কতিপয় অসাধু ব্যবসায়ীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন নাগরিক।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার ভোটমারী খাদ্য গুদামের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, শহিদ সারওয়ারদি, আব্দুল আউয়াল, মোমছেদুল খান বুলবুল ও রিযাদ হোসেন। উল্লেখ্য ,ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ৩৫০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে গত শনিবার হাতীবান্ধার দইখাওয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করেছেন থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এর আগে তিনি গত বৃহস্পতিবার ভোরে ২৫টি ট্রলিযোগে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। যার মূল্য সাড়ে তিন কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শুক্রবার গুদামে অভিযান পরিচালনা শুরু করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী এলাকার সুটার চালকল মালিক একরামুল হকের গুদাম থেকে ৩০ টন ওজনের ৬০০ বস্তা চাল উদ্ধার হলেও গুদাম মালিক একরামুল হক জানান চাল গুলো স্থানীয় চাল ব্যবসায়ী সফিকুল তার প্রসেসিং মিলে সুটার করতে দিয়েছেন। এঘটনার পর থেকে ব্যবসায়ী শফিকুল সটকে রয়েছেন।
আকাশজমিন/এম
Leave a Reply