আন্তর্জাতিক ডেস্ক:
মাইক্রো-আরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে ভূমিকার জন্য ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুনকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। জিনের কার্যকলাপ কীভাবে নিয়ন্ত্রিত হয় তার মৌলিক নীতি আবিষ্কার করেন তারা।
সোমবার (৭ অক্টোবর) স্টকহোমে নোবেল অ্যাসেম্বলির সেক্রেটারি থমাস পার্লম্যান এ পুরস্কার ঘোষণা করেন।
১৯০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে ১১৪টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। ২২৭ জন বিজয়ীর মধ্যে ১৩ জন ছিলেন নারী।
গত বছর হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং আমেরিকান ইমিউনোলজিস্ট ড্রিউ ওয়েজম্যান কোভিড-১৯ ভ্যাকসিনের পেছনে এমআরএনএ প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য এ পুরস্কার পেয়েছিলেন।
পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য এবং শান্তির দিকে অগ্রগতির জন্য প্রদত্ত ২০২৪ সালের বাকি নোবেল পুরষ্কারগুলো সপ্তাহজুড়ে ঘোষণা করা হবে। আগামী ডিসেম্বরে সুইডেনে এক অনুষ্ঠানে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply