স্পোর্টস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডকে ১২০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ছিলেন দুই টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন এবং সাথী রানী। তবে ইনিংস বড় করতে পারেননি মুর্শিদা। ১৪ বলে ১২ রান করে আউট হন তিনি।
তিনে ব্যাট করতে এসে সাথীকে দুর্দান্ত সঙ্গ দেন সোবহানা মোস্তারি। দুজনের ব্যাটে ভরে করে ১০ ওভারে ৫৫ রান তোলে বাংলাদেশ। তবে ৩২ বলে ২৯ রান করে সাথী আউট হলে ছন্দ হারায় তারা। রান আউটের ফাঁদে পড়ে ডাক আউট হন তাজ নেহার।
অন্যদিকে ৩৬ রান করে মোস্তারি আউট হলে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন নিগার সুলতানা। ৫ রান করে আউট হন স্বর্ণা আক্তার ও ঋতু মনি।
শেষ পর্যন্ত জ্যোতির ১৮ বলে ১৮ রান এবং ফাহিমা খাতুনের অপরাজিত ১০ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ।
স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাস্কিয়া হার্লি। এ ছাড়াও ক্যাথেরিন ফ্রাসার, ক্যাথরিন ব্রাইস এবং অলিভিয়া বেল একটি করে উইকেট নেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply