— দিপু সিদ্দিকী
(প্রয়াত সাংবাদিক সীমান্ত খোকনকে উৎসর্গকৃত)
পথিক আমি, চলি অবিরত,
ফুলের রঙে, কবির চোখে খুঁজে বহু জাতি সতত।
মানুষের উৎসব, ঈদে-পূজায় হাসি,
মিলেমিশে বাঁধে সবাই স্মরণের এক ফাঁসি।
দেখি কবি, মতবাদে বিভক্ত দল,
সাংবাদিকের কলমে জাগে মাজারের মুক্ত মন।
ইমামও দেখি, মতের ভেসে আসে বহর,
জাতি-গোত্র ভিন্ন,শবযাত্রা অভিন্ন অমর।
মায়ের বুক খালি, অশ্রুজলে ভরা,
ঢেউয়ের স্রোতে মিশে যায় সব, সমুদ্রতলে সরল ধারা।
বিলীন সব, কালের গর্ভে লীন,
মানবের প্রেমের পথে জীবনের চির ঋণ।
ভাবে দিপু, সত্য কি তবে এই মূল—
মানুষের চেয়ে বড় তার গোষ্ঠীর দাবির শূল
Leave a Reply