খেলাধূলা ডেস্ক:
কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করে ভারত। মনে হচ্ছিলো বিশাল নিড নেবে তারা। তবে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বড় লিড নিতে পারেনি স্বাগতিকরা। ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫২ রানের লিড নিয়েছে রোহিত শর্মার দল।
২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। এরপর টাইগার বোলারদের ওপর চড়াও হন রোহিত। মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি।
চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে ১১ বলে ২৩ রান করা রোহিতকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। রোহিত আউট হলেও ক্রিজে আসা শিবমন গিলকে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৩১ বলে ফিফটি তুলে নেন জয়সওয়াল। ১০ ওভার ১ বলে ১০০ পেরোয় ভারত। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দলীয় শতক।
দলীয় ১২৭ রানে ৫১ বলে ৭২ রান করা জয়সওয়ালকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। তার বিদায়ের পর ক্রিজে আসা রিঝভ পন্থকে নিয়ে চা বিরতিতে যায় গিল।
বিরতি থেকে ফিরে দ্রুতই এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান সাকিব। গিল ৩৬ বলে ৩৯ ও পন্থ ১১ বলে ৯ রান করে আউট হন। এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৮৭ রানে জুটি গড়েন। ফিফটি তুলে নেন রাহুল।
এরপর ৩৯ রানের মধ্যে ভারতের আরও চার উইকেট তুলে নেন সাকিব ও মিরাজ। কোহলি ৩৫ বলে ৪৭ ও রাহুল ৪৩ বলে ৬৮ রান করেন। শেষ পর্যন্ত ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। সাকিব ও মিরাজ নেন ৪টি করে উইকেট।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply