নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লটে একটি চায়ের দোকানের ভেতর থেকে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দুইজনের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
নিহতরা হলেন- রফিক (৬২) ও সাব্বির (১৫)। এদের মধ্যে রফিকের বাড়ি বরিশালের দবদবিয়া গ্রামে। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রায়গঞ্জ বাজার বেপারী পাড়া এলাকায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দু’জনকে গত বৃহস্পতিবার যেকোনও সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply