নিজস্ব প্রতিবেদক:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের একদিন পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে উপজেলা বিএনপির কমিটি। গতকাল বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়-কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্তত ৮ জন আহত হয়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply