ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে সড়ক দুর্ঘটনায় ফারুক মতব্বার (৪২) ও আনিচুর রহমান (৫৫) নামে দুই কলা ব্যবসায়ী নিহত ও একজন আহত হয়েছেন।
স্থানীয় গিয়াসউদ্দিন সেতু বলেন, ভোর সাড়ে ৪টার সময় পিকআপভ্যানে করে কলা কেনার উদ্দেশ্য ফরিদপুর থেকে মেহেরপুর যাচ্ছিল। সাধুহাটি বাজারে পৌঁছালে সড়কের স্পিড বেকার (বিট) পার হওয়ার সময় সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। সামনে থাকা ওই ট্রাকটিও চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ এবং গাড়ি নিয়ে যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুইজন নিহত এবং আহত অবস্থায় আটকা পড়ে আছে একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি শাহীন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply