নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নম্বরপত্র পাওয়ার আবেদন করতে আর সশরীরে ঢাবিতে যেতে হবে না। এখন থেকে অনলাইন আবেদনের মাধ্যমেই সার্টিফিকেট ও নম্বরপত্র তুলতে পারবেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা চালু হয়েছে।
এখন থেকে সশরীরে ঢাবিতে না গিয়েও অনলাইন আবেদনের মাধ্যমেই সার্টিফিকেট ও নম্বরপত্র তুলতে পারবেন শিক্ষার্থীরা।
ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর দপ্তর থেকে এ বিষয়ে কলেজ অধ্যক্ষদের উদ্দেশে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ৭ কলেজের শিক্ষাসেবা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের সার্টিফিকেট ও নম্বরপত্র পাওয়ার আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ‘কলেজের জন্য নির্দেশাবলি’ নামে একটি দিক নির্দেশনা মেইলে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি অতি জরুরি উল্লেখ করে, সব বিভাগে গুরুত্ব সহকারে জানানোর জন্যও চিঠিতে অনুরোধ করা হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply