নিজস্ব প্রতিবেদক:
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা পদে ৪০ কর্মকর্তাকে অবশেষে পদোন্নতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই কর্মকর্তাদের বেশিরভাগই ১৯ বছর ধরে পদোন্নতি বঞ্চিত ছিলেন।
কর্মকর্তারা জানান, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকেই ২০০৫ সালে সহকারী সচিব পদে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু এসিআর ভালো থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে রাখা হয়। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে অনেকে ইসিতে, কেউ কেউ মাঠ পর্যায়ে কর্মরত আছেন।
ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের ইসি সচিব বা ইসির ইন্টারনাল ওয়েবসাইটের মাধ্যমে যোগদানের জন্য বলা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদন্নোতিপ্রাপ্তরা স্ব স্ব দপ্তরেই নিযুক্ত থাকবেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply