নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনে উপসচিব ও যুগ্মসচিব পদোন্নতির পর এবার অতিরিক্ত সচিব পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার ১৩১ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিগত সরকারের সময়ে যারা পদবঞ্চিত ছিলেন তারা ঐক্যবদ্ধভাবে পদোন্নতির জন্য নানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘বঞ্চিত’ ১১৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয় গত ১৩ আগস্ট। এরপর ১৮ আগস্ট যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয় ২০১ জন কর্মকর্তাকে।
২০ আগস্ট আরও ২২ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়। সব মিলিয়ে গত দুই সপ্তাহে ৩৪০ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। নবম ব্যাচ থেকে ১৮ ব্যাচ পর্যন্ত বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে অতিরিক্ত সচিব করা হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply