নিজস্ব প্রতিবেদক:
অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসিরউদ্দিন এলানের সাজা বাতিল করেছেন হাইকোর্ট।
বিচারপতি আব্দুর রবের একক হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) এ রায় দেন।
আদিলুর রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। গত বছরের ১৪ সেপ্টেম্বর এ রায় দেন।
Leave a Reply