নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল আবাসিক ভবনের আটতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বরে ১০তলা একটি ভবনের আটতলায় আগুন লাগার খবর পান তারা। এরপর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Leave a Reply