নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসতঘর থেকে উদ্ধার হওয়া ২ সন্তানসহ এক দম্পতির মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি কবরে তাদের সমাহিত করা হয়েছে বলে জানা যায়। রোববার সন্ধ্যায় তাদের মরদেহ নবীনগর পৌর এলাকার ইমাম বাড়ি কবরস্থানে দাফন করা হয়।
দাফন সম্পন্ন হওয়া চারজন হলেন- সোহাগ মিয়া (৩৫), তার স্ত্রী জান্নাতুল ইসলাম (২৫), তাদের দুই শিশুসন্তান ফারিয়া আক্তার (৪) ও ফাহিমা আক্তার (২)।
সোমবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম।
স্থানীয়রা জানান, রোববার সকালে পৌর এলাকার বিজয়পাড়ার বসতঘর থেকে ২ সন্তানসহ এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের মরদেহগুলো পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে তাদের মরদেহ বাড়ি নিয়ে আসা হয়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply