বগুড়া প্রতিনিধি:
বগুড়ার বনানীতে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত, ৯ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিন জনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও ৮ জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply