নিজস্ব প্রতিবেদক:
দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত সপ্তাহে ছয় মাসের শিশু নুবাইদ বিন সাদীকে নিয়ে করা মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের রিটের শুনানিতে মঙ্গলবার এ রুল জারি করেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ।
ছয় মাসের শিশুকে নিয়ে গত বুধবার পিতৃত্বকালীন ছুটির দাবিতে হাইকোর্টে রিটটি করেন তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
রিটে বিবাদী করা হয় ১১ জনকে। এদের মধ্যে রয়েছেন- কেবিনেট সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব প্রমুখ। ওই রিটে দেশের সব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে আইনজীবী ইশরাত হাসান ভারত, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কাসহ ৭৮টির বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির উদাহরণ টেনেছেন। বলেছেন, পিতৃত্বকালীন ছুটির নীতিমালা না থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
বাংলাদেশের সরকারি কর্মজীবী নারীরা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পেলেও পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিধান নেই। একেক প্রতিষ্ঠানে একেক রকম ছুটি দেয়া হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিতৃত্বকালীন ছুটি এক সপ্তাহের বেশি পাওয়া যায় না।
২০১১ সালের ৯ জানুয়ারি থেকে বাংলাদেশের সরকারি কর্মজীবী নারীরা ছয় মাস করে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন, যা আগে ছিল চার মাস। একজন নারী চাকরি জীবনে দুইবার মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply