সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর এলাকায় আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে সুরমা নদীতে নৌকাডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন।
জানাযায়, আজ সকাল ১১টার দিকে ডিঙ্গি নৌকা করে সুরমা নদী পার হওয়ার সময় স্রোতের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়, এ সময় মাঝি সাঁতরে পারে চলে আসতে পারলেও দুই মহিলা ও এক শিশু ডুবে যায়। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply