শেষ-১৬ তে আন্ডারডগ জর্জিয়াকে হারিয়ে তাদের ইউরো থেকে বিদায় করে দিয়েছে স্পেন রোববার (৩০ জুন) রাতে ।৩৫ শট এবং ১৩ টার্গেটে শট নিয়ে ৪-১ ব্যাবধানে হারিয়েও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের আক্ষেপ রয়েই গেল। তার মতে, জর্জিয়াকে ৯-১ গোলে পরাজিত করতে পারত তার দল। তবে ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি তিনি।
জর্জিয়াকে আরও বড় ব্যবধানে হারাতে পারতো স্পেন, এমনটাই মনে করেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে।
প্রথমার্ধের ১৮ মিনিটেই স্পেনের সেন্টার ব্যাক রবিন লা নর্মান্ডের আত্মঘাতী গোলে হজম করার পরেও দারুনভাবে কামব্যাক করে ২০১২ সালে সর্বশেষ ইউরো জেতা স্পেন। কোলনে জর্জিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় লাভ করে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে বেশ কয়েকটি বড় সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারায় আক্ষেপে পুড়ছেন স্পেন কোচ।
গত বছর সেপ্টেম্বরে ইউরো বাছাইপর্বে স্পেন জর্জিয়াকে ৭-১ গোলে হারিয়েছিল। কিন্তু এবারের চিত্র ভিন্ন এবং খেলাটির শেষ ২০ মিনিটের আগ পর্যন্ত লড়াই করেছিল জর্জিয়া। কোচ উইলি স্যাগনোলের অধীনে জর্জিয়া এবারের আসরের গ্রুপ পর্বে পর্তুগালকে ২-০ ব্যাবধানে হারিয়েছিল।
প্রতিবেদকঃ কায়েশ ইবনে আনোয়ার।
Leave a Reply