গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আখিরা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পঁচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সোমবার (১ জুলাই) উপজেলার ধাপেরহাট সংলগ্ন জামদানি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে সাদুল্লাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলটি সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হওয়ায় জটিলতার সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে সীমানা নিশ্চিত হলে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাশ নিতে উপজেলার ফরিদপুর ইউনিয়ন থেকে কয়েকজন এসেছিলেন। তবে তারা লাশ শনাক্ত করতে পারেননি।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ৬-৭ দিন ধরে লাশটি ভাসছিল। নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ভাসতে ভাসতে হয়ত এখানে চলে এসেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশের পরিচয় জানা যেতে পারে।
লাশের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেদকঃ কায়েশ ইবনে আনোয়ার।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply