নিজস্ব প্রতিবেদক:
স্বাদে ভরা লিচুর মৌসুম বিদায় নিচ্ছে । মে মাসের মাঝামাঝি থেকে বাজারে উঠেছিল লিচু। সেসময় বারোয়ারি জাতের লিচু দিয়ে বাজার শুরু হলেও পরে মাদ্রাজি, বোম্বাই লিচুর পরেই বাজারে আসে চায়না থ্রি, বেদেনা জাতের লিচু। মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত চলে লিচুর ভরা মৌসুম। বাজারে এখন দু-একটি দোকানে পাওয়া যাচ্ছে মৌসুমের শেষ লিচু। এই লিচুর নাম কাঁঠালি লিচু। মৌসুমের শেষে এসে চড়ামূল্যে বিক্রি হচ্ছে লিচুগুলো। যার প্রতি ১০০ পিসের দাম পড়ছে ১০০০ টাকা। তবে অল্প কিছু ভালো জাতের লিচু আরও চড়ামূল্যে ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
সোমবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গুটিকয়েক দোকানে মৌসুমের শেষ লিচুগুলো বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম হওয়ার কারণে যেমন ক্রেতা কম তেমনি বিক্রি কম হওয়ায় চড়ামূল্যের লিচু রাখেনি বেশিরভাগ বিক্রেতারা।
রাজধানীর বাড্ডা এলাকার ফল বিক্রেতা ইস্মাইল খলিল বলেন, শেষসময়ের লিচু বাজারে খুব কম দোকানেই পাওয়া যাচ্ছে। এর কারণ হলো অতিরিক্ত দাম। ক্রেতারাও খুব একটা কিনছে না বেশি দামের কারণে। ফলে বেশিরভাগ দোকানেই এখন লিচু নেই। আমার দোকানে শুধু কাঁঠালি জাতের লিচু অল্প পরিমাণে আছে। যার প্রতি ১০০ পিসের মূল্য ১০০০ টাকা। গেল কিছুদিন আগেও চায়না গ্রেট লিচু পাওয়া গেছে, তার প্রতি ১০০ পিসের মূল্য ছিল ১২০০ থেকে ১৬০০ টাকা।
প্রতিবেদকঃ কায়েশ ইবনে আনোয়ার।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply