ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো আব্দুল কাদির ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধের।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের পাশে নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি উপজেলার আচারগাঁও ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল গফুর ভূঁইয়া।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আব্দুল কাদির ভূঁইয়া বাই সাইকেল চালিয়ে নান্দাইল বাজারে যাওয়ার পথে সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের কাছে পৌঁছলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁর বাই সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার বলেন, মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল নিয়ে চালক পালিয়ে গেছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply