নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকাতে ফের পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপি।
শনিবার (২৯ জুন) বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি থাকবেন। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ করবে আওয়ামীলীগ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply