ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে প্রতিরোধ জোটের অন্যান্য গোষ্ঠী চুপচাপ বসে থাকবে না বলে সতর্ক করেছেন ইরানি পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল কিউমারস হায়দারি.
রোববার (২৩ জুন) জেনারেল হায়দারি বলেন, যদি দলখদার ইসরায়েল লেবাননে হামলা এবং হিজবুল্লাহর সঙ্গে একটি বিস্তৃত সংঘাত শুরু করে তাহলে অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদল চুপ হয়ে বসে থাকবে না। ইহুদিদের বিদ্বেষ মোকাবিলায় কঠোর ও সমুচিত জবাব দেয়া হবে।
১১ জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে এই উত্তেজনা আরও বাড়ে। দুপক্ষই শত্রু ঘাঁটি নিশানা করে হামলা জোরদার করেছে। এতে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা বাড়ছে।
গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল ও বিমান হামলার প্রস্তুতির কথা যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে ইসরায়েল। এমনকি সম্ভাব্য এই হামলার জন্য দক্ষিণ গাজা থেকে সামরিক রসদ লেবানন সীমান্তে স্থানান্তর করার পরিকল্পনা করছে তেল আবিব।
আরেকজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বেধেই যায় তাহলে ইসরায়েলের সবচেয়ে বেশি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও আয়রন ডোম প্রয়োজন হবে। এগুলো ইসরায়েলকে দেয়ার কথা বলে রেখেছে যুক্তরাষ্ট্র।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply