নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পর পর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এমনটা করেছেন সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশে বিকট শব্দে পর পর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে এই ঘটনার পর বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply