নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মামলার আলামত ধ্বংস করার চুল্লিতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিষিদ্ধ পলিথিন ধ্বংসের সময় হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয় পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশনের উপ-পরিচালক জহিরুল ইসলাম বলেন, আদালতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আলামত ধ্বংসের চুল্লিতে দাহ্য পদার্থ নিষিদ্ধ পলিথিনের পরিমাণ বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে। পাঁচ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৩টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply