আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে শুক্রবার (২১ জুন) বিক্ষোভ হওয়ার কথা ছিল। এর মধ্যেই দেশটির পাঞ্জাব প্রদেশে সাত দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নিরাপত্তা উদ্বেগের কারণে পাঞ্জাব সরকার এই ধারা জারি করেছে। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দ্য নিউজের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভোটের পবিত্রতা রক্ষার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দেশজুড়ে স্থানীয় সময় আজ দুপুর ২টা থেকে বিক্ষোভের ডাক দেয়। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তর পাঞ্জাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যজুড়ে ২১ থেকে আগামী ২৭ জুন পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। নির্দেশনায় বলা হয়েছে, সকল ধরনের সমাবেশ, র্যালি, মিছিল, বিক্ষোভ, বৈঠক এই সময় নিষিদ্ধ।
এ ছাড়া দপ্তর আরও জানিয়েছে, রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা হুমকির কারণে জনসমাগম হলে তা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের লক্ষ্যবস্তু হতে পারে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply