বিনোদন ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিনের সংবাদ আয়োজনে করেছে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান “কমেডি লাইফ”। অনুষ্ঠানটি ঈদের দিন থেকে শুরু করে টানা তিনদিনব্যাপী প্রচার হবে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ ডিজিটালে। পত্রিকাটির মাল্টিমিডয়া ইনচার্জ হামিদ রনি’র পরিচালনায় ও নাট্যভিনেতা ইমরান হোসাইন আকাশ এর সঞ্চালনায় ১৪ জুন প্রতিদিনের সংবাদ ষ্টুডিওতে দিনব্যাপী অনুষ্ঠানটির শ্যুটিং সম্পন্ন হয়।
৩ পর্বের বিশেষ এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন দেশের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান, এনটিভি হাসো সিজন – ২ এর চ্যাম্পিয়ন তারেক মাহমুদ। বিশিষ্ট কলামিস্ট, নির্মাতা, নাট্যকার ও অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কি, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও কর্মরত আছেন। জনপ্রিয় স্টান্ড-আপ কমেডিয়ান ও ম্যাজিশিয়ান ফজলুল হক সাকি।
অনুষ্ঠানের পরিচালক হামিদ রনি বলেন, দর্শকদের মাঝে ঈদের আনন্দ কে বাড়িয়ে দিতে প্রতিদিনের সংবাদ দেশের জনপ্রিয় কমেডিয়ানদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে। ইমরান হোসাইন আকাশ প্রানবন্ত উপস্থাপনা করেছেন, সেই সাথে অনুষ্ঠানে অংশগ্রহন করা প্রত্যেকেই চেষ্টা করেছেন দর্শকদের ব্যাপক আনন্দ দিতে। আশাকরি অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply