1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিসেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে কোনো রেমিট্যান্স আসেনি যে সব ব্যাংকে বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন বৈষম্যহীন সাংবাদিক ইউনিটির (এনজেইউ) আত্মপ্রকাশ তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি, খোঁজা হচ্ছে বাসা উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ ভারতের মেয়ে কানাডা থেকে আসার পর হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত ড. ইউনূস ও উপদেষ্টাদের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ভিডিও প্রচার, সত্যতা জানালো রিউমর স্ক্যানার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ এলাকায় সমাবেশ নিষিদ্ধ টঙ্গীতে রণক্ষেত্র ইজতেমার মাঠ, নিহত ৩ আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবরের খালাস

শাকিবের সিনেমা নিয়ে হতাশ, শীর্ষে থাকবে বুবলীর রিভেঞ্জ

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

মানবতার কণ্ঠ ডেস্ক

প্রতি ঈদেই দর্শকদের আনন্দ দিতে এক ঝাঁক সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম শাকিব খানের ‘তুফান’ আর শবনম বুবলীর ‘রিভেঞ্জ’।

ইতোমধ্যে সিনেমা দুটি নিয়ে জোর চর্চা হচ্ছে দর্শকদের মাঝে। কথা বলছেন চলচ্চিত্র জগতের অনেকেই। কেউ শাকিবের পক্ষে বলছেন, কেউ বিপক্ষে। অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বুবলীর সিনেমাও।

রায়হান রাফীর নির্মিত ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আর মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমায় বুবলীর নায়ক রোশান। এবার এই দুই সিনমো নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
তবে দুই সিনেমার মধ্যে বুবলীর ‘রিভেঞ্জ’ নিয়ে বেশ আশাবাদী তিনি। কিন্তু হতাশা প্রকাশ করেছেন শাকিবের ‘তুফান’ সিনেমাটি নিয়ে। তিনি বলেন, আমার মনে হয় এই ঈদে ‘রিভেঞ্জ, এক নম্বরে থাকবে। ‘তুফান’ নামে আগেও অনেক সিনেমা হয়েছে। আমি তো এই সিনেমার গল্পটা জানি না। তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না। আর রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলে এই সিনেমা অত বড় যায় না। কথা কম বলা ভালো, সিনমো দেখেই তো দর্শক বলবে ভালো না মন্দ।
অভিনেতা আরও বলেন, আমি যতটুকু আওয়াজ পেয়েছি, অত ভালো হয়নি। যার জন্য হল মালিকরাও কম চাপছে সিনেমটির পেছনে। তবে ঈদের এক নম্বর সিনমো হবে ‘রিভেঞ্জ’।
সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছে। তারাও বলেছে, ঈদের সেরা সিনমো হবে এটি। বুবলীর ‘রিভেঞ্জ’-এর জন্য আমার শুভ কামনা থাকবে। আর শাকিব আমাদের ঘরের ছেলে। এই ঈদেও ওর সিনেমাও মুক্তি পাচ্ছে। ওর জন্যও শুভকামনা থাকবে।’
প্রসঙ্গত, ‘তুফান’ ও ‘রিভেঞ্জ’ ছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’, সুমন ধরের ‘আগুন্তুক’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews