নিজস্ব প্রতিবেদক:
শুরু হলো ট্রেনে ঈদযাত্রা। প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন৷ সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী।
আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে আটটা কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। মূলত ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে।
সকাল সাড়ে ৬টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্মে ছাড়ে সাড়ে ৮টায়। একই চিত্র এগার সিন্দুর প্রভাতীসহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নাড়ির টানে বাড়ি ফেরা ঈদ যাত্রীরা।
তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছাস ছিল যাত্রীদের মুখে।
তাপ প্রবাহ, ম্যাংগো স্পেশাল ট্রেন ও বেশকিছু উন্নয়ন প্রকল্প চলায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার জানান, দ্রুত সময়ে কাটবে রেলের এই বিলম্ব। ২ তারিখ যারা টিকিট কিনেছেন আজ বাড়ি ফিরছেন তারা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply