নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল জানিয়েছেন, বাংলাদেশের নাগরিক প্রমাণ করতে পারলে দ্বৈত নাগরিকত্ব থাকলেও জাতীয় পরিচয়পত্র মিলবে।
আজ সোমবার (১০ জুন) সকালে, এনআইডি সংশোধনের আবেদন ক্যাটাগরিকরণ ও দ্রুত নিষ্পত্তি শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি।
এসময় তিনি বলেন, মন্ত্রণালয় থেকে দ্বৈত নাগরিকত্বের সনদ আনা অর্থহীন। জাতীয় পরিচয়পত্র অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি নিয়ে এখনও জালিয়াতি হচ্ছে। এতে কমিশন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যাতে এমন ঘটনা আর না হয় সেদিকে নজর রাখার নির্দেশনা দেন সিইসি।
কাজী হাবীবুল আউয়াল জানান, জাতীয় পরিচয়পত্র এখনো ১০০ ভাগ চূড়ান্ত পর্যায়ে আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, যারা আবেদন করেন তারা সঠিক তথ্য দেন না। একইসঙ্গে যারা তথ্য নেন তারাও সঠিকভাবে তথ্য নিবন্ধন করেন না।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply