1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

৩৫ জন শিক্ষক-কর্মকর্তা নেবে ডুয়েট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: একাধিক শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ২১টি পদে ৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পর তা প্রিন্ট করে সরাসারি বা ডাকযোগে পাঠাতে হবে। এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। একই বিভাগে চতুর্থ গ্রেডেএ একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে মোট ছয়জন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন; যন্ত্রকৌশল বিভাগে একজন; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে) একজন; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে (লিভ ভ্যাকেন্সি) একজন; ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে একজন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে (লিভ ভ্যাকেন্সি) একজনকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১০ জন প্রভাষক নেওয়া হবে। এর মধ্যে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে তিনজন; ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে (১টি লিভ ভ্যাকেন্সি) দুজন; কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে (১টি লিভ ভ্যাকেন্সি) দুজন; মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে দুজন এবং ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টে একজনকে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া নবম গ্রেডে প্রকৌশল অফিসে একজন সহকারী প্রকৌশলী (সিভিল); পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিসে একজন প্রকিউরমেন্ট অফিসার এবং একজন পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। দশম গ্রেডে যন্ত্রকৌশল বিভাগে একজন ড্রাফটসম্যান ও কেন্দ্রীয় লাইব্রেরিতে একজন সিনিয়র ক্যাটলগার নিয়োগ দেওয়া হবে। ১৬তম গ্রেডে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট; শহিদ তাজ উদ্দীন আহমদ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মাদাম কুরি হলে একজন করে মোট তিনজন কেয়ারটেকার এবং প্রকৌশল অফিসে একজন ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে। ১৯ ও ২০তম গ্রেডে মোট সাতজনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১৯তম গ্রেডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন বাবুর্চি; ২০তম গ্রেডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন সহকারী বাবুর্চি; রেজিস্ট্রার অফিসের নিরাপত্তা শাখায় দুজন নিরাপত্তা প্রহরী; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে একজন সিক বয় এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর ও মেডিকেল সেন্টারে একজন করে মোট দুজন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৪, বিকাল ৪টা পর্যন্ত।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero