মোঃ জাহিদ হাসান।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (৫ জুন)সকাল ১১ঘটিকায় উপজেলা প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু জায়র রিপন বিপিএএ। উপজেলা ৩হাজার ৫শত বৃক্ষ বিতরণ করা হয়। পরে ও রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘জাতির পিতা আয়ু পেয়েছিলেন ২০ হাজার ২৪০ দিন, এ সংখ্যার সাত গুণ বৃক্ষের ফুলে-ফলে মুন্সীগঞ্জ হবে রঙিন’।চারিদিকে সবুজ আর সমারোহ।
পরিবেশ দিবস উপলক্ষে ইতিমধ্যে ৩৫ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণ করেন। তাঁর জীবনকাল ছিল ২০ হাজার ২৪০ দিন। তাই মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও ছয়টি উপজেলা প্রশাসনের প্রতিটির উদ্যোগে ২০ হাজার ২৪০টি করে মোট এক লাখ ৪১ হাজার ৬৮০টি বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আয়ুর সমানসংখ্যক বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসে জেলা সদরসহ ছয়টি উপজেলায় ২০ হাজার ২৪০টি করে সর্বমোট এক লাখ ৪১ হাজার ৬৮০টি গাছ রোপণ করা হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply