ভারতে ২০১৪ সাল থেকে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) মূলত একটি প্রতীকী জোট ছিল। ২০১৪ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে স্বাচ্ছন্দ্যে সরকার গঠন ও পরিচালনা করেছে। জোট এতটাই গুরুত্বহীন ছিল যে বিজেপি-শিরোমণি আকালি পার্টি (২০২০), শিবসেনাসহ (২০১৯) তাদের অনেক পুরোনো মিত্রকে হারালেও কোনো আফসোস করতে হয়নি।
কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট গঠনের পর বিজেপিকে জোট নিয়ে নড়েচড়ে বসতে হয়। ২০২৩ সালের ১২ জুলাই এনডিএ একটি বৈঠক করে ঘোষণা দেয়, তাদের জোটে ২৮টি দল রয়েছে। ওই সময় ইন্ডিয়া জোটে ১৮টি দল ছিল। এর কয়েক মাস পরই এনডিএ জোট তেলেগু দেশম পার্টি (টিডিপি), আসা-যাওয়ার মধ্যে থাকা নীতীশ কুমারের জনতা দল—ইউনাইটেড (জেডি-ইউ) ও টিপরা মোথার মতো দলকে দলে ভেড়ায়। তবে একই সময়ে তারা এআইএডিএমকের মতো মিত্রকেও হারায়।
Leave a Reply