মানবতার কণ্ঠ ডেস্ক
পদ্মা নদীর এক পাঙাশ মাছ বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে এক জেলের জালে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই পাঙাশ মাছ ধরা পড়ে। মাছটি জেলের কাছ থেকে স্থানীয় এক ব্যবসায়ী ৩১ হাজার ৬৪০ টাকা কিনে নেয়। শনিবার (১ জুন) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়। এ দিন ভোররাতে দৌলতদিয়া পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে আনিসের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে আনিস ইঞ্জিন চালিত ট্রলারে রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছ ধরতে যান। তারা ভোর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বসে থাকেন। হঠাৎ তাদের জালে জোড়ে একটা ধাক্কা লাগে। পরে তারা জাল উঠিয়ে দেখতে পান বড় আকৃতির একটি পাঙাশ মাছ আটকা পড়েছে। মাছটি নিয়ে তারা সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৪০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply