নার্গিস জুঁই
টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন শুভশ্রী গাঙ্গুলী। ইতোমধ্যেই ওয়েব সিরিজ ও সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা হয়েছে তার। এবার রাজের ঘরনী নিজেই খুলতে চাচ্ছেন আলাদা প্রযোজনা সংস্থা।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে।
ওই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয়ও করেছেন শুভশ্রী। এবার অভিনেত্রী নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন।
একটি সূত্র জানিয়েছে, তাদের ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামতও চেয়েছেন। রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।
এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। অভিনয়ে জনপ্রিয়তা প্রেয়েছেন, খ্যাতি পেয়েছেন এবার প্রযোজনা সংস্থা নিয়ে কতদূর যেতে পারেন- তা দেখা এবং জানার জন্য অপেক্ষা করতে হবে শুভশ্রী ভক্তদের।
এদিকে, চলতি বছরে আগস্ট মাসে মুক্তি পাবে রাজ পরিচালিত সিনেমা ‘বাবলি’। এই সিনেমাটি প্রযোজনা করেছেন শুভশ্রী গাঙ্গুলি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply