নার্গিস জুঁই
ঈদুল আজহার সম্ভাব্য মুক্তির তালিকা থেকে সরে গেল ‘জংলি’। অনেকটাই ঢাকঢোল পিটিয়ে যেকোনো মূল্যেই ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৯ মার্চ ছবির প্রথম ঝলকে নায়ক সিয়াম আহমেদের ছবি প্রকাশ করে মুক্তির ঘোষণা দেয় তারা। আজ শনিবার ছবির পরিচালক এম রাহিম প্রথম আলোকে জানিয়েছেন, ছবিটি ঈদে আর আসছে না। পরবর্তী সময়ে ঈদের আমেজ থাকতে থাকতেই ছবিটির মুক্তির সম্ভাবনা আছে।
জানা গেছে, ঈদে মুক্তির লক্ষ্যে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং চলে ছবিটির। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয়। একটি সেট ঝড়ে ভেঙে যায়। নতুন করে সেটা মেরামত করে এত অল্প সময়ের মধ্যে শুটিং শেষ করে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে না।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply