মানবতার কণ্ঠ ডেস্ক
দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী ব্যবসায়ীর বিবাহবিচ্ছেদের প্রায় এক দশক পর সাবেক স্ত্রীকে একশো কোটি ডলার ভরণপোষণ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দেশটিতে বিবাহবিচ্ছেদের ঘটনায় সবচেয়ে বড় অঙ্কের ভরণপোষণ এটি।
চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী বহুজাতিক করপোরেশন এসকে গ্রুপের চেয়ারম্যান। ১৯৮৮ সালে কে বিয়ে করেন তিনি।
রোহ দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি রোহ তাই-উয়ের কন্যা। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। কিন্তু তারা দুজনই অনেক বছর ধরেই আলাদা থাকতেন।
এক পর্যায়ে স্বামী চে তায়ে-ওনের পরকীয়া তথা বিবাহ বহির্ভূত প্রেম ও সন্তানের বাবা হওয়ার ঘটনা প্রকাশ পেলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন স্ত্রী রোহ সো-ইয়ং। এর মধ্যদিয়ে তাদের ৩৫ বছরের বিবাহিত জীবনের ইতি ঘটে।
এর প্রায় এক দশক পর গত বৃহস্পতিবার (৩০ মে) একটি রায় দেয় সিউল হাইকোর্ট। ওই রায়ে চে তায়ে-ওনকে সাবেক স্ত্রীর ভরণপোষণ বাবদ ১ লাখ ৩৮ হাজার কোটি ওন (১০০ কোটি ডলার) দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সিউল হাইকোর্টের নির্দেশে খোরপোশের অর্থের পাশাপাশি এসকে গ্রুপের কোম্পানির শেয়ারও সাবেক স্ত্রী পাবেন বলে রায় বলা হয়েছে। চে তায়ে-ওনের আইনজীবীরা বলেছেন, আদালতের এই আদেশ একতরফা। তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
Leave a Reply