বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা নদীর ঘাটে রোববার (২৬ মে) সকালে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।
স্থানীয়রা জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পরপরই যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসেন। কিছু যাত্রী নিখোঁজ থাকতে পারেন এমন আশঙ্কা থেকে নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল।
মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না বলেন, অতিরিক্ত যাত্রী তোলার কারণে আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে একটি ট্রলার মোংলা নদীতে ডুবে যায়। ট্রলারটিতে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিলেন বলে জানতে পেরেছি। ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজখবর রাখছি। যাত্রী নিখোঁজ আছে কিনা, সে বিষয়ে পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply