মানবতার কণ্ঠ ডেস্ক
গণপূর্তের ২ প্রকৌশলীর দুর্নীতির প্রমাণ পেয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান ও উপ-বিভাগীয় প্রকৌশলী মিঠুন মিস্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ভবন ও অন্যান্য স্থাপনা মেরামত না করে দুইবার বিল উত্তোলনসহ বিভিন্ন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে ।
গত মঙ্গলবার (২১ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযানে ঐ প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আক্তারুল ইসলাম এ বিষয়ে বলেন, গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর বিরুদ্ধে প্রকল্পের কাজ সম্পন্ন না করে বিল উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কার্যাদেশ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য বিস্তারিতভাবে যাচাই করে অতি শীঘ্রই কমিশনে প্রতিবেদন দাখিল করবে টিম।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply