এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু বরণ করেছে মঙ্গোলিয়ার নাগরিক, বেঁচে ফিরেছে বাংলাদেশের বাবর আলি,
বিশ্বের সর্বোচ্চ পবর্ত এভারেস্ট জয় করার ইচ্ছায় বহু লোক পারি জমায় বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ
ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তাঁরা দুজনেই মঙ্গোলিয়ার নাগরিক ছিলেন। দুই পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি গতকাল রোববার নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।
নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ওই পর্বতারোহীদের একজন হলেন ৫৩ বছর বয়সী তেসেদেনদামবা উসুখজারগেল। অপরজন ৩১ বছর বয়সী লাখাগাবাজাভ পুরুভসুরেন। আট হাজার মিটারের বেশি উচ্চতায় তাঁদের মরদেহ পাওয়া গেছে। একজনের মরদেহ পাওয়া যায় ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় ও আরেকজনের মরদেহ পাওয়া যায় ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায়।
স্থানীয় একটি পর্বতারোহী সংস্থার পরিচালক পেম্বা শেরপা জানিয়েছেন, গত ১৩ মে দুপুর ১২টার দিকে এভারেস্টের চূড়ায় ছবি তোলেন উসুখজারগেল ও পুরুভসুরেন। গত ১৭ মে উসুখজারগেলের মরদেহ পাওয়া যায় দক্ষিণ সামিটে। পুরুভসুরেনের মরদেহ পাওয়া যায় ব্যালকনি এরিয়ায়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply