মানবতার কণ্ঠ ডেস্ক
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সুইজারল্যান্ডের জেনেভায় গত ১৬-১৮ মে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠেয় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পীকার্স অফ পার্লামেন্ট (২০২৫)” শীর্ষক সম্মেলনে যোগদান করে আজ অপরাহ্নে দেশে ফিরেছেন।
সফরকালে তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদরদপ্তরে “প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অফ উইমেন স্পীকার্স অফ পার্লামেন্ট”- শীর্ষক সভাতেও অংশগ্রহণ করেন।
স্পীকারের প্রতিনিধিদলের অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব মো: এনামুল হকও দেশে ফিরেছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply