সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় আজ শনিবার সকালে ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১১ জন।
খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। প্রাথমিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসেবে তারা ২০ থেকে ৩০ মন ধান পায়। সেই ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে হরিশ্চনন্দ্রকাটি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply