বিনোদন ডেস্ক:
ক্যাটরিনা কাইফের মা হওয়া নিয়ে একাধিকবার গুঞ্জন উঠেছে। তবে তা সত্যি হয়ে ধরা দেয়নি। এবার ফের ডানা মেলল গুঞ্জন। নেটিজেনদের ভাষায়, পাওয়া গেল আলামত। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
সম্প্রতি একটি লম্বা জ্যাকেটে দেখা যায় ক্যাটরিনাকে। নেটিজেনরা দাবি করেন, ‘বেবি বাম্প’ লুকোনোর চেষ্টা করছেন তিনি। আর এবার বিমানবন্দরে ভিকি কৌশলের ছবি ঘিরে জল্পনা আরও বাড়ল।
ভিকি এই মুহূর্তে তার আসন্ন ছবির কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেই ভিকিকে বিমানবন্দরে কোথাও যেতে দেখা যায়। শোনা যাচ্ছে, লন্ডনে ক্যাটরিনার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর সেই ছবি ঘিরেই বেড়েছে জল্পনা। যদিও স্পষ্ট নয়, তিনি কোথায় যাচ্ছেন। তবে অনুরাগীরা চাইছেন, এ বার ভিকি-ক্যাটরিনার কোলে আসুক নতুন অতিথি।
বছর দুয়েক আগেও বিমানবন্দর থেকে ছড়িয়েছিল ক্যাটরিনার মা হওয়া নিয়ে গুঞ্জন। বিমানবন্দরে স্বামীর সঙ্গে ছিলেন ক্যাট। পরনে ছিল ঢিলেঢালা পোশাক। তাতেই সবাই ভেবে নিয়েছিলেন গর্ভবতী ক্যাটরিনা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply