হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বানিয়াচং উপজেলায় মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। মূলত ওই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার দুপুরে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply