মানবতার কন্ঠ ডেস্ক
মাদারীপুরের কালকিনি ও ডাসারে আলাদাভাবে হিটস্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)। নিহত শাহাদাৎ সরদার মাদারীপুরের কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে, অপরদিকে মোসলেম ঘরামী মাদারীপুরের ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার উদ্দেশে তাকে বাড়ির বাইরে বের করা হলে কিছুক্ষণ পর মারা যান শাহাদাত। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মারা যান কৃষক মোসলেম।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে বিষয়টি স্বজনরা জানিয়েছেন।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান বলেন, ‘তীব্র গরমে সবাইকে ছাঁয়ায় থাকার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।’
Leave a Reply