নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরের বহুতল বাণিজ্যিক বিপণীবিতান মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথার কাছে এম এ খান লেনে অবস্থিত ভবনটির ৬ষ্ঠ তলায় এই আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।
তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্স নামে ওই মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply