গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন।
আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
কেয়া নিট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই দিচ্ছি বলেও দিচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।
তবে, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া বলেন, শ্রমিকদের কেবল ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কোনাবাড়ী থানা পুলিশ, সিটিএসবি ও শিল্প পুলিশ।
উল্লেখ্য, ওই প্রতিষ্ঠানে প্রায় আট হাজার শ্রমিক কর্মরত আছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply