1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

আসাদউজ্জামান,মুন্সীগঞ্জ
মুন্সিগঞ্জে স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা,দীর্ঘ ৮ বছর অপেক্ষার পর অবশেষে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। এতে দুটি গ্রুপে অংশ নেবে মোট সাতটি ক্লাব।

শনিবার ৩০ মার্চ এ বিষয়ে জেলা স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা ক্রীড়া সংস্থা।
সম্মেলনে ক্রিকেট লীগের বিভিন্ন তথ্য তুলে ধরে জেলা প্রশাসক আবু জাফর রিপন ও সংশ্লিষ্টরা জানান, ক্রীড়া সংস্থার আয়োজন ও একমি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৩১মার্চ, রোববার থেকে মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগের খেলা শুরু হবে। প্রতিটি ম্যাচ ৫০ ওভারে এবং আইসিসি ও বিসিবির একদিনের আন্তর্জাতিক ম্যাচের নিয়মানুসারে অনুষ্ঠিত হবে।
দুটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে অ্যামেচার ক্রীড়া একাডেমি, লিজেন্ড অব মুন্সিগঞ্জ, প্রগতি সংঘ ও ‘খ’ গ্রুপ থেকে নবজাত্রী ক্লাব, স্বপ্ননীড় ক্রীড়া একাডেমী, গ্রিন ওয়েলফেয়ার সেন্টার, আজাদ স্পোর্টিং ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে।
সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জুনায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক আয়নাল হক স্বপনসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ক্রিকেট দলের সংশ্লিষ্টরা অংশ নেয়।

এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাশির উদ্দিন জুয়েল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ সোহান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি প্রমুখ।
জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন বলেন, ‘ক্রিকেটের এমন আয়োজন খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এর আগে আমরা সফলভাবে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে। ক্রিকেটের এমন আয়োজনে শিশু-কিশোররা মাঠে আসবে। খেলাধুলার মাধ্যমে তারা তাদের সুষ্ঠু বিকাশ ঘটাবে। আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews