মানবতার কণ্ঠ ডেস্ক
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র রত্নগর্ভা মাতা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার নাজমা রহিমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নাজমা বেগমের মৃত্যুতে আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপবৃন্দ।
আজ বুধবার বিকাল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার প্রথম জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এরপর দ্বিতীয় নামাজে জানাযা দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply