মানবতার কণ্ঠ ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতু পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা ১০মিনিটে তিনি পদ্মা সেতু পরিদর্শন করেন।
পদ্মা সেতু পরিদর্শনে এসে মুগ্ধ হন ভুটানের রাজা। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
তিনি জানান, আজ সকাল ৯টা ১০ মিনিট পদ্মা সেতুর মাওয়া টোল ঘুরে দেখেন ভুটানের রাজা। এরপর পদ্মা সেতু পরিদর্শন করে জাজিরা সার্ভিস এরিয়ায় গিয়ে বসেন তিনি। বিশ্রাম ও আলোচনা শেষে ১০টা ৩০ মিনিটে পদ্মা সেতু দিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে যান। এরপর বিকেল ৪টায় তিনি রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তিনি।ছ
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply